সোনাতলায় মশক নিধনে পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন


Admin প্রকাশের সময় : ২২/০৮/২০১৯, ৩:৪৮ AM
সোনাতলায় মশক নিধনে পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন

হুজাইফা হোসাইন শিশু বার্তা প্রতিনিধি গাইবান্ধা:

” শেখ হাসিনার নির্দেশ,

পরিস্কার পরিছন্ন রাখুন পরিবেশ,

চাই ডেঙ্গুমুক্ত রাখুন বাংলাদেশ “।

এই স্লোগান সামনে রেখে গাইবান্ধর সোনাতলায় গতকাল দুপুর ১টায় বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের উদ্যোগে মশক নিধন কর্মসূচীর অংশ হিসেবে উক্ত কলেজের শিক্ষক, শিক্ষার্থী শহরের প্রধান প্রধান সড়কের পাশে জমে থাকা ময়লা আর্বজনা পস্কিার করেন।

পরিস্কার কাজের উদ্বোধন করেন, অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মিনহাদুজ্জামান লীটন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক রুহুল আমিন, আবু বক্কর সিদ্দিক, সাজেদুর শামিম, ওমর ফারুক, রেজাউল করিম রেজা, নূর আলম লিখন, কাউছারুজ্জামান, আব্দুল মোত্তালেব, জলি রাণী কুন্ড, শ্যামলী রানী, শহিদুল ইসলামসহ সকল শিক্ষার্থী।