সরকারী সোনাতলা মডেল স্কুল এন্ড কলেজে ডেঙ্গু প্রতিরোধে পরিছন্ন আভিযান


Admin প্রকাশের সময় : ০৯/০৮/২০১৯, ২:১০ AM
সরকারী সোনাতলা মডেল স্কুল এন্ড কলেজে ডেঙ্গু প্রতিরোধে পরিছন্ন আভিযান

শাহরিয়ার হাসিব ,শিশু বার্তা প্রতিনিধি, বগুড়াঃ গতকাল বগুড়া সোনাতলায় সরকারী সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের মাঠ ও শ্রেণী কক্ষ পরিষ্কার করে অত্র বিদ্যালয়ে স্কাউট দল । এতে অংশ নেয় সারাধণ শিক্ষাথী ও স্কাউট সদস্যরা ।

এসময় উপস্থিত ছিলেন সরকারী সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ মতিয়ার রহমান , সহকারী প্রাধান শিক্ষক জি এম আসহসান হাবিব , সহকারী শিক্ষা হারুনুর রশিদ , শরীরচর্চা শিক্ষক , রফিকুল ইসলাম , অত্র বিদ্যালয়ের স্কাউট লিডার মোঃ পাভেজ পাপ্পু প্রমূখ ।