ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান


Admin প্রকাশের সময় : ০৯/০৮/২০১৯, ২:০৫ AM
ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

মোঃ মাহিন সরকার শিশু বার্তা প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন এলাকায় একযোগে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। জেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে ডেঙ্গু প্রতিরোধে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালত এবং পাড়া মহল্লায় এ পরিচ্ছনতা অভিযান চালানো হয়। ধ্বংস করা হয় এডিস মশার আবাসস্থল।

এই পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয়  ঠাকুরগাঁও-১ আসনের সংসদ রমেশ চন্দ্র সেন। এছাড়াও অংশ গ্রহণ করেন জেলা প্রশাসক ড. কে. এম. কামরুজ্জামান সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার ঠাকুরগাঁও, আল আসাদ মো: মাহাফুজুল ইসলাম সহ অন্যান্যরা।

অপর দিকে ঠাকুরগাঁও সদর উপজেলায় পরিষ্কার পরিচ্ছন্নতায় অংশ নেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন। এডিস মশার বংশ নির্মূলে পৌরসভার বিভিন্ন ড্রেন ও নর্দমায় মশা মারার স্প্রে দেয়া হয় ।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক জানান, আমরা এভাবে যদি নিজ নিজ অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান, প্রত্যেকটি ওয়ার্ড পাড়া-মহল্লা বিভিন্ন স্থান পরিষ্কার রাখি তাহলে হয়তোে ঠাকুরগাঁও জেলাকে এডিস মশা মুক্ত রাখা যেতে পারে।