ডেঙ্গু সম্পর্কিত সচেতনতায় রেড ক্রিসেন্ট সোসাইটি, ঠাকুরগাঁও


Admin প্রকাশের সময় : ০৬/০৮/২০১৯, ২:৩৬ PM
ডেঙ্গু সম্পর্কিত সচেতনতায় রেড ক্রিসেন্ট সোসাইটি, ঠাকুরগাঁও

 মোঃ মাহিন সরকার, শিশু বার্তা প্রতিনিধি ,ঠাকুরগাঁওঃ

ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও সচেতনতার লক্ষ্যে আলোচনা সভা,মাইকিং, লিফলেট বিতরণ সহ বিভিন্ন কার্যক্রম সম্পন্ন হয়েছে। গত ৫ আগস্ট সোমবার ঠাকুরগাঁও জেলার বিভিন্ন স্থানে ডেঙ্গু জ্বরের ভয়াবহতা ও সচেতনতার লক্ষ্যে বিভিন্ন মানুষের সাথে মনবিনিময় , লিফলেট বিতরণ, ডেঙ্গু রোগীদের করণীয় সহ বিভিন্ন কার্যক্রম পালন করেছে।

এছাড়াও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঠাকুরগাঁও ইউনিট ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের সাথে কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও ইউনিটের সেক্রেটারী সৈয়দ সোলায়মান,ইউনিট কর্মকর্তা জীবন কুমার বিশ্বাস,অফিস সহকারী কামাল হোসেন, ভারপ্রাপ্ত যুব প্রধান শিরিন আক্তার, সাবেক যুব প্রধান মোকাররম হোসেন সাদ্দাম, ইউনিট সদস্য আল-আমিন,রোমানা বিনতে তসলিম, মাসুদ রানা সহ অন্যান্য যুব সদস্যরা।

কেউ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে আতংকিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঠাকুরগাঁও ইউনিট এর সদস্যরা।