শাহরিয়ার হাসিব, শিশু বার্তা প্রতিনিধি বগুড়াঃ
বগুড়া সোনাতলায় ৩ ইউনিয়নের ৪৪ টি বিদ্যালয় পানি বন্দি ।পাঠ দান স্থগিত রয়েছে সবগুলোর । এর মধ্যে ১৮টি সরকারী প্রাথমিক বিদ্যালয়েরও পাঠদান স্থগিত ।জানা যায় মধুর ইউনিয়নের কালাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভবন , চর মধুপুর সরঃ প্রাঃ বিদ্যাঃ , ছাতিয়ান দক্ষিণ পাড়া সর প্রাঃ বিদ্যাঃ, খাবলিয়া সরঃ প্রাঃ বিদ্যাঃ । তোকানী চুকাইনগর ইউপির মহেশ পাড়া সরঃ প্রাথমিক বিদ্যা , সরঃ তোকানী প্রাঃ বিদ্যাঃ , বালিয়া ডাঙ্গা সঃ প্রাঃ বিদ্যাঃ, ভিকানের পাড়া সঃ প্রাঃ বিদ্যাঃ সঃ খাটিয়া মারি চর প্রাঃ বিদ্যাঃ সহ পাকুল্ল্যা ইউনিয়নের ৯ বিদ্যালয়ে বন্যার পানি বিদ্যালয়ের মাঠে , শ্রেণী কক্ষ, ভিতরে প্লাবিত হয়েছে ।
উপজেলা শিক্ষা আফিসার জনান , বিদ্যালয় গুলোর পানি নেমে গেলেই বিদ্যালয়ে ক্লাশ শুরু হবে ।
আপনার মতামত লিখুন :