নকল শিশুখাদ্য (আইসক্রিম) তৈরির দায়ে জরিমানা ও কারখানা সিলগালা


Admin প্রকাশের সময় : ১৬/০৫/২০২২, ৮:৪৫ PM
নকল শিশুখাদ্য (আইসক্রিম) তৈরির দায়ে জরিমানা ও কারখানা সিলগালা

সিরাজগঞ্জ অফিস:

নকল শিশু খাদ্য রোবো আইসক্রিম তৈরির দায়ে সিরাজগঞ্জে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা ও কারখানা সিলগালা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১৬ মে) দুপুরে সিরাজগঞ্জ পৌর এলাকার বড় বাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে এ অভিযান চালানো হয়। 

মাহমুদ হাসান রনি জানান, শহরের বড় বাজারে শাহজালাল রোবো কারখানায় প্রাণ কোম্পানীর সদৃশ্য রেখে নকল রোবো আইসক্রিম তৈরি করা হচ্ছিল। সুর্নিদিষ্ট অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ওই কারখানাকে সিলগালা করা হয়।