হুমকির মুখে তরুণশক্তি


Admin প্রকাশের সময় : ১২/০৭/২০১৯, ১২:০২ PM
হুমকির মুখে তরুণশক্তি

সাকলাইন শিহাব,সিরাজগঞ্জ: দেশের তরুন প্রজন্ম আজ এক সর্বনাশা মরননেশার শিকার।আর সে নেশার নাম মাদক ।৷ সংগ্রামের, প্রতিবাদের, যুদ্ধজয়ের ইতিহাস রয়েছে তরুনদের।কিন্তু আজ তার নিস্ব হচ্ছেন মরনেশার করাল ছোবলে।মাদক নেশার যন্ত্রনায় ধুঁকছে শত-সহস্র প্রান।প্রতিটি ঘরে ঘরে সৃষ্টি হচ্ছে উদ্বেগ।

ভাবনায় বিভর এখন আমাদের সমাজ। এ পরিস্থিতি যেন বেড়েই চলছে।কিছুদিন আগে এই মাদকের বিরুদ্ধে অনেক অভিযান চালালেও থেমে নেই এই মাদকের বিস্তার।এই মাদকের সাথে বেশি সর্ম্পক দেশের যুবসমাজ।এই মাদক সেবনের ফলে ধ্বংস হচ্ছে শত শত পরিবার।

কোনো ভাবেই একবার কেউ মাদকাসক্ত হলে অচিরেই নেশা তাকে পেয়ে বসে।সে হয়ে পড়ে নেশার কারাগারে বন্দি।তার মননশক্তি হতে থাকে দুর্বল।ভেঙ্গে পড়ে শরীর।এভাবে কঠিন পরিনতির দিকে এগিয়ে যায় মাদকাসক্ত ব্যাক্তি।এই মাদকের জন্য পড়াশোনায় মনোযোগ কমে যাচ্ছে ছাত্র-ছাত্রীদের।নিজের চেহারার লাবন্য হারিয়ে ফেলছে হাজার হাজার মাদক সেবনকারী।আবার অনেকে মাদকের খরচ জোগাতে না পেরে চুরির মতো অপরাধ মূলক কাজ করছেন।মাদক সেবন করে অন্যদের সাথে করছেন দুর্ব্যবহার।দেশের বিভিন্ন স্থানে চলছে রমরমা মাদক ব্যবসা।