বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে ইন্দোনেশিয়ান তরুণী পটুয়াখালীতে


Admin প্রকাশের সময় : ২২/০৫/২০১৯, ৫:৫০ PM
বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে ইন্দোনেশিয়ান তরুণী পটুয়াখালীতে

বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে ইন্দোনেশিয়ান তরুণী পটুয়াখালীতে

নিউজ ডেস্কঃ
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বাংলাদশি এক তরুনের সাথে পরিচয়। পরিচয় থেকে বন্ধুত্ব। আর সেই বন্ধুত্বের টানেই বাউফলের এক তরুণের কাছে দেশের বর্ননা শুনে ছুটে আসেন ইন্দোনেশিয়ান তরুণী।

মোঃ মাইনুল ইসলাম এর সাথে এক বছর আগে ফেইসবুকের মাধ্যমে ইন্দোনেশিয়ার মুসলিম এই তরুণী লিতমার পরিচয় হয়।

মাইনুল ইসলাম বলেন,গত এক বছর ধরে লিতমার সাথে আমার ফেইসবুকে পরিচয় হয়েছে সেই থেকেই তার সাথে আমার বন্ধুত্ব শুরু হয়েছে এবং একপর্যায়ে তিনি আমার ও দেশ সম্পর্কে আমার কাছ থেকে জানে। আমার দেশ ও আমার সম্পর্কে সব কিছু জেনে আমার সাথে বন্ধুত্ব গড়ে তুলে। এবং গত ১৭ মে ইন্দোনেশিয়া থেকে বিমানযোগে ঢাকায় এলে আমি তাকে বাংলাদেশের বৃহত্তর পর্যটন নগরী কুয়াকাটায় ঘুরতে নিয়ে আসি।

এ বিষয় ইন্দোনেশিয়ান তরুণী লিতমার কাছে জানতে চাইলে তিনি বলেন,মাইনুলের সাথে আমার ফেইসবুকে পরিচয় হয়,মাইনুলের ফটো দেখে আমি মুগ্ধ হয়ে যাই,একপর্যায়ে তার সাথে আমার গভীর বন্ধুত্ব গড়ে ওঠে,তাই তাকে দেখতে বাংলাদেশে আমি এসেছি। আমি তার সাথে কুয়াকাটা ঘুরতে গিয়াছিলাম।সত্যি কুয়াকাটা একটি সুন্দর পর্যটন নগরী।সরকারের সুন্দর পরিকল্পনার মাধ্যমে কুয়াকাটার সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে বলে জানান তিনি।