সিরাজগঞ্জে ৩শিশুকে ধর্ষনের চেষ্টা, কৌশলে ধামাচাপা দেওয়ার চেষ্টা


Admin প্রকাশের সময় : ১১/০৩/২০১৯, ৫:০৫ AM
সিরাজগঞ্জে ৩শিশুকে ধর্ষনের চেষ্টা, কৌশলে ধামাচাপা দেওয়ার চেষ্টা

সিরাজগঞ্জে ৩শিশুকে ধর্ষনের চেষ্টা, কৌশলে ধামাচাপা দেওয়ার চেষ্টা

সাকলাইন শিহাব,শিশু বার্তা প্রতিনিধি,সিরাজগঞ্জ: 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিস্কুটের লোভ দেখিয়ে ৩ শিশু ধর্ষনের চেষ্টার ঘটনা ধামাচাপা দিতে ধর্ষককে জুটাপেটার মাধ্যমে মিমাংসা করেছে স্থানীয় মাতব্বর মন্জুর আলম তোতা।

উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের রামকান্তপুর মধ্যপাড়া গ্রামের আশরাফ হোসেনের ছেলে তুষার হোসেন (২০) একই গ্রামের ৩ শিশুকে খেলার সময় বিস্কুটের লোভ দেখিয়ে ঘরে ডেকে নিয়ে ধর্ষনের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।

শিশুরা চিৎকার চেঁচামেচি করে,চেঁচামেচি শুনে প্রতিবেশিরা এগিয়ে আসলে ধর্ষক পালিয়ে যায়। ভুক্তভোগি পরিবারের অভিভাবকরা জানান, থানায় অভিযোগ করতে চাইলে এলাকাবাসী অভিযোগ করতে দেয়নি। বলেছে এলাকায় মিমাংসা করব।

ভুক্তভোগি এক শিশুর মা জানান,গতকাল শনিবার রাতে গ্রামের মাতব্বর মন্জুর আলম তোতার বাড়িতে শালিস হয়।ধর্ষনের চেষ্টার শাস্তি হিসেবে তুষার কে জুটাপেটা করা হয়েছে।এতে আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি।আমরা এ ঘটনার জন্য ধর্ষকের কঠিন বিচার চাই।