টাংগাইলের সখিপুরে ছাত্রদের চুলে রঙ ও বকাটে স্টাইলের হেয়ারকাটে ওসির নিষেধাজ্ঞা


Admin প্রকাশের সময় : ২৩/০২/২০১৯, ৮:৫০ PM
টাংগাইলের সখিপুরে ছাত্রদের চুলে রঙ ও বকাটে স্টাইলের হেয়ারকাটে ওসির নিষেধাজ্ঞা

ডেস্ক রিপোর্টঃ

চুলে রঙ করা ও বিশেষ স্টাইলে চুল কাটার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সখীপুর থানার ওসি আমির হোসেন এ করেছেন। নিষেধাজ্ঞার আওতায় স্কুল-কলেজগামী ছাত্র ও উঠতি বয়সী যুবকরা রয়েছে।

উপজেলা শীল সমিতির সভাপতি সুরেশ বিশ্বাস জানান, ছাত্র ও উঠতি বয়সের যুবকদের স্টাইল করে চুল কাটা ও চুলে রঙ না করার বিষয়ে থানার ওসি সাহেব আমাদের সতর্ক করেছেন। আমরাও ওসির সঙ্গে একমত প্রকাশ করে স্টাইল করে চুল কাটা বন্ধ করে দিয়েছি।

সখীপুর থানার ওসি আমির হোসেন বলেন, স্টাইল ও রঙ করা চুলের ভেলকিতে নানা ইঙ্গিত বহন করে। সখীপুরে মাদকাসক্ত, মাদক ব্যবসায়ী, বেপরোয়া মোটরসাইকেল চালক এবং স্কুল-কলেজের মেয়েদের উত্ত্যক্তকারীদের অধিকাংশই হেয়ার স্টাইল করা। আমরা বিভিন্ন বাজারের বণিক সমিতির নেতাদের বলে দিয়েছি তাদের বাজারের সেলুনের (নাপিত) মালিকদের বখাটে স্টাইলে চুল না কাটতে। এ বিষয়ে ছাত্র ও অভিভাবকদের সচেতনও করা হচ্ছে।

  • তথ্যসূত্রঃ শিক্ষাবার্তা