ভাষা শহীদদের প্রতি নিটারের বিনম্র শ্রদ্ধা
Admin
প্রকাশের সময় : ২২/০২/২০১৯, ৪:৩৫ AM
ডেস্ক রিপোর্টঃ
‘রক্তে আমার আবার প্রলয় দোলা
ফাল্গ–ন আজ চিত্ত আত্মভোলা
আমি কি ভুলিতে পারি
একুশে ফেব্রুয়ারি’
প্রতি বছরের ন্যায় এবছরও ভাষা শহীদদের স্মরণ করল জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইন্সটিটিউট (নিটার)।
২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ১২টা ১ মিনিটে নিটারের শহীদ মিনারের মূল বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে নিটারের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।
গতকাল সকাল থেকে শহীদ মিনার পরিস্কার, রং ও বিভিন্ন আলপনা করে সাজিয়ে তোলে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানায়, শুধু ফুল দিয়ে নয় শুদ্ধ বাংলা ভাষার ব্যবহার করতে হবে নতুন প্রজন্মকে।
Post Views:
75
আপনার মতামত লিখুন :