ভাষা শহীদদের প্রতি নিটারের বিনম্র শ্রদ্ধা


Admin প্রকাশের সময় : ২২/০২/২০১৯, ৪:৩৫ AM
ভাষা শহীদদের প্রতি নিটারের বিনম্র শ্রদ্ধা
ডেস্ক রিপোর্টঃ

‘রক্তে আমার আবার প্রলয় দোলা

ফাল্গ–ন আজ চিত্ত আত্মভোলা

আমি কি ভুলিতে পারি

একুশে ফেব্রুয়ারি’

প্রতি বছরের ন্যায় এবছরও ভাষা শহীদদের স্মরণ করল জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইন্সটিটিউট  (নিটার)।

২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ১২টা ১ মিনিটে নিটারের শহীদ মিনারের মূল বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে নিটারের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।

গতকাল সকাল থেকে শহীদ মিনার পরিস্কার, রং ও বিভিন্ন আলপনা করে সাজিয়ে তোলে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানায়, শুধু ফুল দিয়ে নয় শুদ্ধ বাংলা ভাষার ব্যবহার করতে হবে নতুন প্রজন্মকে।