বগুড়া শেরপুরে শিশুদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণ


Admin প্রকাশের সময় : ০১/০১/২০১৯, ৫:৩৫ PM
বগুড়া শেরপুরে শিশুদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণ

শিশুবার্তা প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় নতুন বছরের শুরুতে বগুড়ার শেরপুরে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে প্রায় সাড়ে ৭ লাখ নতুন বই বিতরণ করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় অংশ হিসেবে ১ জানুয়ারী মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত শিক্ষার্থীদের হাতে বিনামুল্যে পাঠ্যপুস্তক বিতরনের মাধ্যমে বই উৎসব পালন করেন প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা। এদিকে বছরের
প্রথম দিনেই উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে, তাদের চোখে-মুখে আনন্দের ঢেউ বয়ে যাচ্ছে।

উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ কর্মসুচী অংশ হিসেবে মঙ্গলবার বেলা সাড়ে ১০টায়
বই বিতরণ করেন শালফা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ ইউসুফ আলী, শালফা এসআর চৌধুরী দাখিল মাদ্রাসার সভাপতি বীর
মুক্তিযোদ্ধা মোঃ আকিম উদ্দিন, সুপার সম্পাদক মাওঃ মোঃ হায়দার আলী, শালফা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ নজরুল ইসলাম
ফকির, প্রধান শিক্ষক হেলেনা বেগম, বিশাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ ও বিশালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র সরকার সহ শিক্ষক মন্ডলীরা।