সারাদেশের ন্যায় ‘বই উৎসেব’ মেতেছে বগুড়ার শিক্ষার্থীরা


Admin প্রকাশের সময় : ০১/০১/২০১৯, ৫:১৩ PM
সারাদেশের ন্যায় ‘বই উৎসেব’ মেতেছে বগুড়ার শিক্ষার্থীরা

মোঃ ফাহিম আহম্মেদ রিয়াদ, শিশুবার্তা প্রতিনিধি, বগুড়াঃ
 নতুন বই‡য়র নতুন ঘ্রান। বছরের শুরুতে নতুন নতুন বই হাতে পেয়ে আনন্দে ও উৎছাসে আত্মহারা শিক্ষার্থীরা। কেউ কেউ বই হাতে পেয়েই দৌড় দিয়েছে, আবার কেউ বা বই বুকে জড়ি‡য় বাড়ির পথ ধরেছে। এ চিত্র এখন বগুড়াসহ সারা দেশজুড়ে। আজ সোমবার (১ জানুয়ারি) ২০১৯ সাললের প্রথম দিন সকালে আনুষ্ঠানিকভা‡ব দেশজুড়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

সারাদেশের ন্যায় বগুড়ার কাহালু সরকারি মডেল উ”চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে বই উৎসবের উদ্ভোদন করেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরাফাত রহমান। এ সময় উপস্থিত ছিলেন কাহালু পৌরসভার মেয়র হেলাল উদ্দিন কবিরাজ, উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসারগণ, কাহালু সরকারি ম‡ডল উচ্চ বিদ্যালয় ও কাহালু মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকগণ সহ অন্যন্য শিক্ষার্থীরা।

নতুন বছরে নতুন বই পেয়ে শিশু মনে আনন্দের সিমা নেই। শিশুদের সাথে খুশি অভিভাবকরাও। অভিভাবকরা জানিয়েছেন, বছরের প্রথম দিনে শিশুদের হাতে বিনামূল্যে বই তুলে দেওয়ার বাংলা‡দশ সরকারের এ কার্যক্রম যেন আজীবণ অব্যহত থাক। এ বছর সারাদেশে চার কোটি ২৬ লাখ ১৯ হাজার ৮৬৫ জন শিক্ষার্থীর হাতে তু‡ল দেওয়া হয় ৩৫ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৮৮২ খানা বই। শিক্ষার্থীর হাতে বই পৌছে দেওয়ার এ আ‡য়াজন করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।