২০১৯ সালের বই উৎসব ১০ জানুয়ারি


Admin প্রকাশের সময় : ০৩/১২/২০১৮, ৬:৪৪ PM
২০১৯ সালের বই উৎসব ১০ জানুয়ারি
শিশুবার্তা ডেস্কঃ
একাদশ সংসদ নির্বাচনের কারণে ২০১৯ খ্রিস্টাব্দের  বই উৎসব পিছিয়ে যাচ্ছে ১০ দিন। ১০ জানুয়ারি বই উৎসব অনুষ্ঠিত হতে পারে বলে  জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় । 

মন্ত্রণালয় সূত্রে জানাযায়, নির্ধারিত সময়ের মধ্যে সারাদেশে বিনামূল্যের বই পৌঁছালেও  পহেলা জানুয়ারিতে হচ্ছে না জাতীয় পাঠ্যপুস্তক উৎসব। আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের কারণে বই বিতরণ উৎসব পিছিয়ে যাচ্ছে।  ১ জানুয়ারি পরিবর্তে ১০ জানুয়ারি পাঠ্যপুস্তক উৎসব আয়োজন করা হতে পারে।

এ বিষয়ে  জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা বলেন, আগামী ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনের কারণে ১ জানুয়ারিতে পাঠ্যপুস্তক উৎসব পালন করা নিয়ে সংশয় তৈরি হয়েছে। নির্বাচনের পরেরদিন দেশের সব বিদ্যালয় বন্ধ থাকবে। এ সময় সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত থাকবেন। তাই পহেলা জানুয়ারিতে জাতীয় পাঠ্যপুস্তক উৎসব পালন করা সম্ভব হবে না। তবে আমাদের সব প্রস্তুতি শেষ পর্যায়ে। ইতিমধ্যে সারাদেশে ৯৫ শতাংশ বই পৌঁছে গেছে।