কবিতা: অবদান


Admin প্রকাশের সময় : ০৩/০৫/২০২১, ১২:১৮ AM
কবিতা: অবদান

“অবদান”

মুহাম্মদ বিন এমরান,সিরাজগঞ্জ

শ্রমিকের ঘর্মাক্ত শ্রমে
তৈরি নবীন সভ্যতা,
আজীবন খেটেও পায়নি সম্মান
এ আমাদেরই ব্যর্থতা।

জীবন ভরে খাটুনি করে
তাঁরা চির অবহেলিত,
বড়লোকের দম্ভভারে
চিরদিন তাঁরা দলিত।

অপরের তরে মহাসড়ক গড়ে
ব্যক্তি তাঁরাই সুমহান,
সড়কের ধারে শুয়ে নালার পাড়ে
পাচ্ছে তারই প্রতিদান।

দালান প্রাসাদ নির্মাণ করে
শ্রমিকের অবদান তলে চাপা পড়ে।

শ্রমিকেরাও মানুষ
তাঁদেরও আছে সাধ,
ধনীদের অত্যাচারে
তবু তাঁরা ধৈর্যের বাঁধ।

সভ্য সমাজ গড়তে যাঁদের
অসীম অবদান,
মুটে-কুলি-মজুর-শ্রমিক
তাঁদের জানাই সম্মান।