কভিড আবার
নিলুফার জাহান,ঢাকা
বিশ্ব জুড়ে কভিড আবার
হানছে আঘাত ভাই
দানব বেশে আসছে ধেয়ে
ঘরে আছি তাই।
মানুষ জনে থাকো ঘরে
কভিড এলো রেগে
নতুন করে ভয়াল থাবা
মারবে ভীষণ বেগে।
আদা দিয়ে গরম পানি
নিত্য খাওয়া চাই
মধুর সাথে কালো জিরা
ভোরে উঠে খাই।
সবল রাখতে শরীর টাকে
ব্যয়াম করি হায়
সাবান দিয়ে হাত মুখ ধুলে
কভিড মারা যায়।
মাস্কটা পড়ি সবাই মুখে
কভিড যাবে সরে
স্বাস্থ্য বিধি মেনে নিয়ে
থাকব সবে ঘরে।
আপনার মতামত লিখুন :