১১ সাংবাদিক পেলো ইউনিসেফের মীনা অ্যাওয়ার্ড, শিশু বার্তার শরিফুল মনোনীত


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : ০৭/১২/২০২২, ১১:৪৯ AM
১১ সাংবাদিক পেলো ইউনিসেফের মীনা অ্যাওয়ার্ড, শিশু বার্তার শরিফুল মনোনীত

বাংলাদেশের শিশু অধিকার নিয়ে অসামান্য প্রতিবেদনের জন্য ১১ জন বাংলাদেশী সাংবাদিককে পুরস্কৃত করেছে ইউনিসেফ। রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও এর গ্র্যান্ড বলরুমে মঙ্গলবার (৬ ডিসেম্বর) ১৭তম মীনা মিডিয়া অ্যাওয়ার্ডসের পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে ইউনিসেফ। ১৮ বছরের কম বয়সী প্রতিভাবান শিশু সাংবাদিকদেরও পুরস্কৃত করা হয়।

জাতীয় ও স্থানীয় উভয় মিডিয়া আউটলেটে কর্মরত প্রিন্ট, ফটো ও ভিডিও সাংবাদিকদের জমা দেওয়া প্রায় ৩০০ প্রতিবেদন থেকে বিচারকদের একটি স্বাধীন প্যানেল বিজয়ী প্রতিবেদনগুলো নির্বাচন করে।

এর মধ্যে শিশুতোষ ম্যগাজিন ও শিশু বিষয়ক বাংলা সংবাদ মাধ্যম শিশু বার্তার শরিফুল ইসলামকে মনোনীত করা হয় শরিফুল শিশু বার্তার শেরপুর জেলার শিশু সাংবাদিক হিসেবে কর্মরত । ‘অটিস্টিক শিশুদের বঞ্চিত না করে, উন্নয়নে অংশীদার করুন’ শিরোনামে ৩০ সেপ্টেম্বর শিশু বার্তায় প্রকাশিত একটি লেখাকে ২০২২সালের মীনা মিডিয়া অ্যাওয়ার্ডসের জন্য মনোনীত করা হয়।

বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, ঔপন্যাসিক ও বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন, চলচ্চিত্র নির্মাতা ও পাঠশালা ইনস্টিটিউটের প্রভাষক শামীম আখতার ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, যিনি মনোনীতদের জন্য একটি ভিডিও বার্তা পাঠান।

বিজয়ী ও মনোনীত প্রতিবেদনগুলোতে উঠে এসেছে সেই সকল শিশুদের কথা যাদের জোরপূর্বক বিয়ে ও কঠোর পরিশ্রমে বাধ্য করা হয়; সেসব মেয়েদের কথা যাদের বিশুদ্ধ পানির অভাবে ঋতুস্রাব সংক্রান্ত স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনার জন্য সংগ্রাম করতে হয়; সেসব ছেলেদের কথা যাদের একমাত্র আশ্রয়স্থল রাস্তা এবং সেসব শিশুদের কথা যাদের জীবন জলবায়ু অভিঘাত, নিপীড়ন ও কোভিড-১৯ মহামারির কারণে ব্যাহত হয়েছে।

এসময় বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি মিঃ শেলডন ইয়েট বলেন, ”আজ আমরা শক্তিশালী যেসব প্রতিবেদনকে সম্মান জানাচ্ছি সেগুলো শিশু অধিকারের কথা সবার সামনে তুলে ধরতে এবং ক্ষমতায় থাকা ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে সাংবাদিকরা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তার-ই প্রতিফলন। তিক্ত বঞ্চনার কথা তুলে ধরার পাশাপাশি এগুলোতে উঠে এসেছে প্রতিকূলতার বিরুদ্ধে প্রতিদিনের বিজয়ের গল্পগুলোও, যা আমাদের সবার জন্য অনুপ্রেরণা।”

২০০৫ সাল থেকে মীনা মিডিয়া অ্যাওয়ার্ডসের মাধ্যমে ইউনিসেফ শিশু অধিকার বিষয়ক সাংবাদিকতামূলক প্রতিবেদনের উৎকর্ষতাকে স্বীকৃতি দিচ্ছে। ইউনিসেফ মীনা মিডিয়া অ্যাওয়ার্ডসের নামকরণ করা হয়েছে বাংলাদেশ এবং বিশ্বের নানা প্রান্তে শিশু ও প্রাপ্তবয়স্কদের কাছে জনপ্রিয় কার্টুন চরিত্র মীনার নামে। মীনা চরিত্রটি ১৯৯৩ সাল থেকে বাংলাদেশে ও এর বাইরে শিশুদের অধিকারের জন্য কথা বলে আসছে, বড়দের তাদের দায়িত্বের কথা মনে করিয়ে দিচ্ছে। ২০০৫ সাল থেকে শুরু হওয়া ইউনিসেফ মীনা মিডিয়া অ্যাওয়ার্ডস ধারাবাহিকতা বজায় রেখে এ বছর ১৭তম বারের মত অনুষ্ঠিত হলো।