কবিতা: নতুন বছরের প্রত্যাশা


প্রিতময় সেন, খাগড়াছড়ি: প্রকাশের সময় : ০২/০১/২০২৩, ১২:১৪ AM
কবিতা: নতুন বছরের প্রত্যাশা

নতুন বছর, নতুন সাজে
মাতুক সবাই উৎসবে,
বাইশে’রি কষ্টগুলো
তেইশে ফিরুক সুখ হয়ে।

বাইশের যত অপূর্ণ স্বপ্ন
তেইশে করবো সব পূর্ণ,
এমন প্রতিজ্ঞায় শুরু করবো
নতুন বছরের দিনগুলো।

এগিয়ে যাওয়ার প্রত্যয়ে
বিগত দিনের ভুলগুলোকে
শুধরিয়ে নিবো, নতুন বছরে।