নেপালের বিদ্ধস্ত বিমানের যাত্রী ছিল ৬ শিশু


আন্তর্জাতিক ডেস্ক: প্রকাশের সময় : ১৫/০১/২০২৩, ৯:৪৪ PM
নেপালের বিদ্ধস্ত বিমানের যাত্রী ছিল ৬ শিশু

নেপালের পোখারা বিমানবন্দরে ৭২ জন আরোহী নিয়ে রোববার সকালে ইয়েতি এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়। বিধ্বস্ত উড়োজাহাজটিতে থাকা যাত্রীদের নাম প্রকাশ করে তথ্য প্রকাশ করেছে নেপালের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। ওই বিমানে থাকা ৬৮ যাত্রীর তালিকায় দেখা যায়- আরোহীদের মধ্যে ১৮ বছর বয়সের নিচে ৬ জন যাত্রী ছিল । 

এছাড়াও পাঁচজন ভারতীয়, চারজন রাশিয়ান, দুইজন দক্ষিণ কোরিয়ার, একজন আইরিশ ও অস্ট্রেলিয়ান ছাড়াও একজন ফরাসি ও একজন আর্জেন্টাইন নাগরিক ছিলেন। বাকি ৫৩জন যাত্রী নেপালের নাগরিক বলে জানানো হয়েছে তালিকাটিতে। বিমানটিতে যাত্রী ছাড়াও চারজন ক্রু অবস্থান করছিলেন বলে জানা গেছে।

উল্লেখ্য, রোববার (১৫ জানুয়ারি) নেপালের বেসরকারি বিমান পরিচালনাকারী সংস্থা ইয়েতি এয়ারলাইনসের এটিআর ৭২ মডেলের বিমানটি কাঠমান্ডু থেকে পোখারায় যাবার পথে রোববার সকালে বৈরী আবহাওয়ার কারণে অবতরণের সময় পোখারার কাসকি অঞ্চলে বিধ্বস্ত হয়।