শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে ‘ন্যাশনাল চিলড্রেন’স ট্রাস্কফোর্স’ (এনসিটিএফ) সিরাজগঞ্জের শিশুরা। ১ ফেব্রুয়ারি সকালে সিরাজগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে (মুক্তির সোপান) এনসিটিএফ সিরাজগঞ্জের সভাপতি জান্নাতুল শিফার সভাপতিত্বে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে সংগঠনটির কার্য নির্বাহী কটিমিটির নেত্রীবৃন্দ।
এসময় ‘ন্যাশনাল চিলড্রেন’স ট্রাস্কফোর্স’ (এনসিটিএফ) সিরাজগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি টিএম মুক্তাদির রহমান, সাধারণ সম্পাদক তাহসান আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাদিয়া আফরিন, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, শিশু গবেষক (মেয়ে) রাত্রি মণি, শিশু গবেষক (ছেলে) শাহিন প্রামাণিক, শিশু সাংবাদিক (মেয়ে) তাসনিয়া আজাদ তিশা, শিশু সাংবাদিক (ছেলে) মুস্তাকিন প্রামাণিক, চাইল্ড পার্লামেন্ট সদস্য (মেয়ে) প্রারম্ভা কাফি ও চাইল্ড পার্লামেন্ট সদস্য (ছেলে) ইয়ামিন আহমেদ উপস্থিত ছিলেন।
এসময় শিশুদের সাথে শ্রদ্ধা নিবেদনে অংশ নেন জেলা ভলেন্টিয়ার রোকন উদ্দিন ও আনন্দি খাতুন।
শিশুরা বলেন, একুশে ফেব্রুয়ারি বাঙালির প্রেরণার প্রতীক। আজ এক সাগর রক্তের বিনিময়ে ভাষার মর্যাদা প্রতিষ্ঠার দিন। সব বাঁধা অতিক্রম করে বাংলাকে পাথেয় করে এগিয়ে যাওয়ার শপথের দিন আজ। বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য এদিন আত্মাহুতি দেন সালাম, বরকত, রফিক,জব্বারসহ অনেকে। দিনটি গৌরবের একইসঙ্গে শোকের দিনওে।
পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এই শিশুরা।
আপনার মতামত লিখুন :