টাঙ্গাইলের সুনামধন্য ইংরেজি ভার্সন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২৩ ফেব্রুয়ারি) সকালে শহরের জেলা পরিষদ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কার্যালয়ের যুগ্ম কমিশনার আয়শা আক্তার।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের সাবেক অধ্যক্ষ প্রফেসর মির্জা মো. আব্দুল মোমেন, প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য নাসির উদ্দিন।
পরে ৫৪টি ইভেন্টে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এসময় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :