ছড়া: শীতের দাপট


Admin প্রকাশের সময় : ২০/০১/২০২১, ১:৩০ PM
ছড়া: শীতের দাপট

শীতের দাপট

মোঃ হাসু কবির, ঢাকা

ভেজা ভেজা সমীরণে

জাগে শিহরণ

কনকনে ঠান্ডায়

কাঁপে দেহ মন

মেঘকালো কুয়াশায়

মনে লাগে ভয়

শিশিরের টুপটাপ

মন্দ যে নয়

সূর্যের লুকোচুরি

শীতের দাপটে

জনজীবন স্থবির

অঘটন ঘটে

সীমাহীন দুর্ভোগ

গরিব দুখীর

ভয়ে হয় জড়োসড়ো

হোক না সে বীর