টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার(২৬ মার্চ) দুপুরে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের খানুরবাড়ী নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কষ্টাপাড়া গ্রামের সুভাষ পালের ছেলে সুজয় পাল (১৫) ও রঞ্জিত পালের ছেলে লিখন পাল (১২)। নিহত সুজয় গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণি ও লিখন ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল এবং তারা দুজনে চাচাতো ভাই।
ঘটনা সূত্রে জানা যায়,যমুনা নদীতে ৫/৬ জন বন্ধু মিলে গোসল করতে গেলে একপর্যায়ে পানির পাকে পড়ে যায় সুজয় পাল।এসময় তাকে বাঁচাতে গিয়ে লিখন পালও আর উঠতে পারেনি। পরে বাকি বন্ধুদের ডাকচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে দুজন কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. সুমাইয়া জান্নাত বলেন, দুইজনকে হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়।
এ ঘটনার সত্যতা স্বীকার করে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, স্থানীয়দের থেকে খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয় এবং হাসপাতাল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :