নরসিংদীর মেঘনা নদীতে ডুবে নিরব (১৪) নামের এক মাদরাসা পড়ুয়া শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার(১৮ এপ্রিল) বিকেলে সদর উপজেলার নাগরিয়াকান্দি এলাকার শেখ হাসিনা সেতুর নীচে মেঘনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
নিহত নিরব নরসিংদী শহরের সংগীতা এলাকার শাহিন আলমের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ছিলো।
ফায়ার সার্ভিস জানায়, দুপুরে নিরব কয়েকজন বন্ধুর সঙ্গে নাগরিয়াকান্দি এলাকার শেখ হাসিনা সেতু সংলগ্ন এলাকায় ঘুরতে যায়। সেখানে তারা বন্ধুরা মিলে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়। পরে তারা সেতুর নীচে নেমে মেঘনা নদীতে হাত-মুখ ধোঁয়ার জন্য যায়। নিরব হাত মুখ ধোয়ার সময় নদীতে পড়ে যায়।
এসময় তীব্র স্রোতের কারণে সে নদীতে তলিয়ে যায়। পরে বন্ধুরা ৯৯৯ নম্বরে ফোন দেয়। সেখান থেকে নরসিংদী ফায়ার সার্ভিসকে জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় এক ঘণ্টা নদীতে অভিযান চালিয়ে নিরবকে মৃত অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করে নরসিংদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রায়হান বলেন, ৯৯৯ থেকে খবর পেয়ে আমরা অভিযান চালিয়ে নদী থেকে নিরবের মরদেহ উদ্ধার করেছি। পরে মরদেহ তার মামা কাজল মিয়ার কাছে হস্তান্তর করা হয়।
আপনার মতামত লিখুন :