কবিতা: রাসেল তুমি


Admin প্রকাশের সময় : ২২/১০/২০২০, ১০:৪৩ AM
কবিতা: রাসেল তুমি

রাসেল তুমি

মোঃ হাসু কবির, ঢাকা

রাসেল তুমি মিশে আছো

পাখির মিষ্টি গানে

ব্যাকুল করা ভালোলাগা

নদীর কলতানে

তোমায় দেখি ঝর্ণাধারার

প্রাণ জুড়ানো জলে

যখন শিশু স্লান করিতে

নামে খুশির ছলে

ফুলকলিরা হাসে যখন

ভাসে তোমার ছবি

আরো দেখি উঠে যখন

ভোরের মুগ্ধ রবি

মায়ের কোলে কোমলমতি

শিশু যখন হাসে

সেথায় তুমি আবার যখন

মায়ে ভালোবাসে