টাঙ্গাইলের কালিহাতীতে পানিতে ডুবে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।শ
নিবার(৮ জুলাই) দুপুরে কালিহাতী উপজেলার ভাবলা গ্রামে এ ঘটনা ঘটে।শিশু রায়হান ওই গ্রামের আবু হানিফার ছেলে।
এ বিষয়ে রায়ানের পিতা আবু হানিফা জানান, দুপুর ১২ টার দিকে রায়ান সবার নজর এড়িয়ে বাড়ির পাশের খালে পড়ে ডুবে যায়। পরে ভাসমান অবস্থায় রায়ানকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুই ভাই এক বোনের মধ্যে রায়ান ছিল সবার ছোট।শিশু রায়ানের এমন মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে আসে। বিকেলে নামাজে জানাযা শেষে স্থানীয় গোরস্থানে তাকে দাফন করা হয়।
আপনার মতামত লিখুন :