ডেঙ্গু নিয়ন্ত্রণে স্কুল শিক্ষার্থীদের মাঝে ‘মশার কামড় ক্ষতিকর’ শীর্ষক সচেতনতামূলক কার্টুন বই বিতরণ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সোমবার (৩১ জুলাই) সকালে রাজধানীর দক্ষিণখানে দুটি স্কুলের প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক এসব কার্টুন বই বিতরণ করেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।এসময় ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান ও স্থানীয় কাউন্সিলর সহ সিটি কর্পোরেশনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় মেয়র আতিক বলেন শিশুরা যদি মশার বিষয়ে জানতে পারে এবং কামড় থেকে নিজেদের মুক্ত রাখতে পারে, তবে অনেকাংশেই মশাবাহিত রোগ প্রতিরোধ করা সম্ভব হবে। মেয়র আরও বলেন, ‘আমরা আমাদের শিশুদের সুপার হিরো বানাতে চাই মশার বিরুদ্ধে। আমাদের ছাপানো আর্ট বইটির মাধ্যমে শিশুরা মশার প্রজননস্থল, ক্ষতিকর দিক সম্পর্কে জানতে পারবে। বইটি কাউন্সিলরদের মাধ্যমে ঢাকা উত্তরের সকল কিন্ডারগার্টেন ও প্রাইমারি স্কুলে পৌঁছে দেওয়া হবে। এক লাখ বই বিতরণ শেষ হলে আমরা আরো পাঁচ লাখ বই ছাপিয়ে শিশুদের মাঝে তা বিতরণ করা হবে।
শিক্ষার্থীদের আহ্বান করে মেয়র বলেন, তোমরা যেকোনো বার্তা ছড়িয়ে দিতে পারেন সমাজের মধ্যে। শিক্ষার্থীরাই সুন্দর সুস্থ সমাজ গঠনের কারিগর। আজ থেকেই নিজেদের বাসা এবং এলাকার মধ্যে ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতা বার্তা ছড়িয়ে দাও। সুস্থতার জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তোমরা বাবা-মা, ভাই-বোন, দাদা-দাদি, নানা-নানিসহ আত্মীয়-স্বজন এবং পাড়া-প্রতিবেশীকে জানাবে কোথাও যেন পানি জমে না থাকে। বাসাবাড়ি, বারান্দা, ছাদ-সব জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
এ সময় ডিএনসিসি মেয়র উপস্থিত অভিভাবকদের মাঝে ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতামূলক লিফলেট ও বিতরণ করেন। শিক্ষার্থীরা মেয়রের আহ্বানে সাড়া দিয়ে তিন দিনে এক দিন জমা পানি ফেলে দেওয়ার এবং প্রতি শনিবার সকালে ১০টায় ১০ মিনিট বাসাবাড়ি পরিষ্কার করার অঙ্গীকার করে।
ঢাকা/মো: আসাদুজ্জামান নাদিম/ডিএমএস/
আপনার মতামত লিখুন :