ছড়া: সকালে জাগে বোধ


Admin প্রকাশের সময় : ২৭/০৯/২০২০, ৭:৪৯ PM
ছড়া: সকালে জাগে বোধ

সকালে জাগে বোধ

মোঃ হাসু কবির,ঢাকা

ঘুম থেকে উঠি রোজ

পাখি ডাকা ভোরে

পাখিদের কলোরবে


মন যায় ভরে

ফজরের আযানও

বেশ ভালোলাগা

নামাজের জন্যই

আগেভাগে জাগা

প্রভাতের ফোটা ফুলে

সুবাসিত ঘ্রাণ

নিঃশ্বাসে প্রশান্তি

তাজা হয় প্রাণ

সূর্যের উঁকিঝুঁকি

দেয় মিঠে রোদ

সকালের এই সবে

জেগে ওঠে বোধ