শিশুর শিক্ষা
ছাদির হুসাইন ছাদি দিরাই, সুনামগঞ্জ
শিশুর হাতে বাংলা বই
মুখে মধুর বুলি,
ছন্দে ছন্দে পড়ছে শিশু
বর্ণমালার ঝুলি।
বইয়ের মাঝে নানান রঙে
বর্ণ ছবি দেখে,
আনন্দে উল্লাসে শিশু
বর্ণমালা শেখে।
পড়বে শিশু গড়বে জীবন
জাগবে মনে স্বপ্ন,
ধীরে-ধীরে এই শিশুরাই
হবে জাতির রত্ন।
শিক্ষা নিয়ে এই শিশুরাই
করবে জাতির কাজ,
স্বপ্ন জয়ে আলোর পথে
আসবে নতুন সাজ।
আপনার মতামত লিখুন :