কবিতা: করোনা


Admin প্রকাশের সময় : ২০/০৭/২০২০, ১:৩৩ PM
কবিতা: করোনা

করোনা

নাঈম ইসলাম,সিরাজগঞ্জ

চীন থেকে আসিয়ে

পুরো বিশ্ব দিলে তুমি কাপিয়ে,

হাঁচি কাশির মাধ্যমে ছড়িয়ে

অনেকের প্রান নিলে তুমি কেড়েঁ

করোনা ভাইরাসের আগমনে

পুরে পৃথিবী এখন থমথমে

মানুষ মানুষ ছিলাম ভাই ভাই

কিন্তু এখন তো সবাই দূরে চলে যায়

এমনই তুমি যে,

থাকে ধরে

কাউকে ছাড়ো

আবার,কাউকে মারো

জানিনা থাকবে তুমি আর কতদিন

তবে এটুকই জানি,

সব কিছু দূর করে অতি শীঘ্রই আসবে

সফলতার বানী