বর্ষাগীতি
ছাদির হুসাইন ছাদি,
দিরাই, সুনামগঞ্জ
বর্ষা মানে ফর্সা কালো
দিন দুপুরে দেখা,
বর্ষা মানে হঠাৎ বৃষ্টি
হঠাৎ আলো রেখা।
বর্ষা মানে নদীর বুকে
অথৈজলের খেলা,
বর্ষা মানে কদম ডালে
হলদে ফুলের মেলা।
বর্ষা মানে আকাশ পানে
মেঘের লুকোচুরি,
বর্ষা মানে কবি’র গানে
নতুন স্বপ্ন-জুড়ি।
বর্ষা মানে আম কাঁঠালে
জাগবে সবার মন,
বর্ষা মানে ফল কুড়াতে
ছুটে অনেক জন।
আপনার মতামত লিখুন :