ঘুম পাড়ানির কবিতা
মোঃ রাকিবুল ইসলাম,
এতো রাতে কাহার সাথে
করো তুমি গল্প।
ফজর নামাজ পরতে হবে
সময় আছে অল্প।
তাইতো বলি গল্প ছেড়ে
যাও চলে যাও ঘুমে।
স্বপ্নপুরীর রাণী এসে
তোমায় দেবে চুমে।
ফজর যদি কাযা করো
এতো রাত্রি জেগে।
আল্লাহ মাবুদ তোমার ওপর
যাবে কিন্তু রেগে।
তাইতো বলি বন্ধু তুমি
ঘুমিয়ে যে পড়ো।
নামাজ দিয়ে বন্ধু তোমার
দিনটা শুরু করো।
আপনার মতামত লিখুন :