“মা”
এম ফাহিম মুনতাছির সিয়াম সিরাজগঞ্জ
মা-মমতার প্রথম স্পর্শ
ভালোবাসার প্রথম পরশ,
কেঁপে উঠে আল্লাহর আরশ।
তোমার একটু কষ্টে
মা-তুমি নয়নের আলো,
আমার সুখের প্রদীপ তুমি
দেখলে দূর হয় মনের কালো।
তোমার ওই হাঁসিমাখা মুখ
এই ধরাতে তোমার চেয়ে
দুঃখে আবার আসে কান্দন।
নেইতো কেহ এত আপন,
মা-আমার সুখে হাঁসো তুমি
ধন্য তারা পেলো যারা
মহান আল্লাহ তাইতো আমায়
দিয়েছেন জান্নাত দুনিয়ায়
আপনার মতামত লিখুন :