ঈদ
হুজাইফা হোসাইন, বগুড়া
চারপাশে যেন ঈদের আনন্দ
বইছে খুশির হাওয়া,
ঈদ এসেছে শুনে
বাবা-মার কাছে কত্তরকম চাওয়া ।
চাইছি আমি নতুন জামা
দিয়েছে আমায় কিনে,
সবার সাথে হেসে খেলে
মাতবো এবার ঈদে ।
চারপাশে যেন খুশির আমেজ
বইছে খুশির ভেলা,
স্বাধীন ভাবে বাচুঁক মানুষ
ঈদের আনন্দ উপভোগ করে।
আপনার মতামত লিখুন :