কবিতা: সিয়াম শেষে
Admin
প্রকাশের সময় : ২৫/০৫/২০২০, ৪:২৯ AM
https://www.shishubarta.com
সিয়াম শেষে
শেখ একেএম জাকারিয়া, সুনামগঞ্জ
সিয়াম শেষে ঈদের খুশি
কেনাকাটার ধুম,
ঈদের রাতে ছোট্ট সোনার
নেই তো চোখে ঘুম।
বুড়ো দাদুর পকেট খালি
যায় না মুখে ভাত,
খরচা পাতির পাট চুকিয়ে
মাথায় রাখেন হাত!
Post Views:
134
আপনার মতামত লিখুন :