ঈদের দিনে…
খাদিজা আক্তার, টাংগাইল
বছর ঘুরে রোজার শেষে ঈদ আসবে আবার.
জামা,জুতো,চুরি,ফিতা সময় হলো নেবার,
ঈদের দিনে যাবো তাদের কাছে –
যাদের শুধু দুঃখটুকুই আছে.
ঈদের দিনে মজা করবো সবাই মিলেমিশে –
বলবো তাদের দুঃখ তোমার কিসে.?
বলবো তাদের আরো-
সুখ দুঃখ মিলেই জীবন বটে হয়!
ঈদের দিনে দুঃখটাকে করতে হবে জয়!
আপনার মতামত লিখুন :