কবিতা: স্মৃতিময় আমার কলেজ


Admin প্রকাশের সময় : ১৭/০৫/২০২০, ৫:০৬ PM
কবিতা: স্মৃতিময় আমার কলেজ

স্মৃতিময় আমার কলেজ
খাদিজা আক্তার, টাংগাইল
(বিএএফ শাহীন কলেজ পাহাড়কাঞ্চনপুরকে উখসর্গ করে)


কলেজটি প্রতিষ্ঠিত হয়েছিল যাদের ত্যাগে-
মানুষের কাছে জেনেছি তাদের মহত্ত্বর পরিচয়,
অর্থ দিয়ে, শ্রম দিয়ে ,গড়েছে এই বিদ্যালয়


জীবনের দুটি বছর কাটলো এইখানে –
সকল স্যার ম্যাডামের হাসিগানে

শিক্ষকেরা মহাজ্ঞানী আর যাদুকর,
শাসন, স্নেহ দুটিটেই কাটলো দুই বছর


শিক্ষিকারা রসিক বটে, তবুও রেগে যায়,
রাগলে তাদের মাঝে যেন বিদুৎ চমকায়

হাসলে তারা সবার সেরা, সবায় মিলে কয়,
দিনে দিনে কলেজটির হচ্ছে যে বিজয়

যখন, যেখানে, আর যেভাবেই রই,
সদা চিত্তে কলেজটি থাকবে স্মৃতিময়