কবিতা: মাহে রমজান
Admin
প্রকাশের সময় : ২৬/০৪/২০২০, ১২:২৭ PM
মাহে রমজান
মুহাঃ রাকিবুল ইসলাম, বাগেরহাট
রহমত নিয়ে এলো কাছে
পবিত্র এক মাস
চলো চলো সবাই মিলে
নেকির করি চাষ।
একটি পূণ্য করলে পরে
সত্তর গুনে নেকি
নামাজ পড়ো রোজা রাখো
যেওনা কেউ মেকি।
দু’হাত তুলে কান্না করো
মাগফিরাতের দিনে
ধ্বংস যত পাপিতাপি
প্রভুর দয়া বিনে।
নাজাত নিয়ে তোমার কাছে
শেষ দশকের ডাক
অহমিকা অন্তর তোমার
করতে হবে পাক।
শিক্ষা নিও রমজান থেকে
তার হুকুমে চলা
মহান প্রভুর আদেশ নিষেধ
সদা সত্য বলা।
Post Views:
110
আপনার মতামত লিখুন :