কবিতা: মহামারী


Admin প্রকাশের সময় : ২৫/০৪/২০২০, ৩:৩৩ PM
কবিতা: মহামারী
www.shishubarta.com

মহামারী-মো.মাহিন সরকার 

যুগে যুগে আসে মহামারী লাশের উপর পড়ে থাকে আমাদের চোখ, মহামারী এসে ফিরে যায় রেখে যায় কিছু বিচ্ছিরি শোক। পূর্ব প্রস্তুতি নেই আচমকাই চলে আসে মহামারী, চলে যায় শিশু-কিশোর, চলে যায় নর-নারী। হে খোদা, করোনা নয় ভালোবাসা মহামারী হয়ে যাক মানুষকে মানুষ ভালোবাসতে শিখুক মানুষের ভেতর মানুষ বেঁচে থাক।