কবিতা: মা-জননী


Admin প্রকাশের সময় : ১০/০৪/২০২০, ৪:৩০ PM
কবিতা: মা-জননী

মা-জননী
আরিফ হোসেন সবুজ, চৌদ্দগ্রাম,কুমিল্লা

ছোট্টকালে মা-জননী
গেলো কোথায় চলে,
আসবে কবে আবার ফিরে
যায়নি আমায় বলে

সেদিন থেকে বসে থাকি
পথটা শুধু চেয়ে,
মায়ের কথা পড়লে মনে
অশ্রু পড়ে বেয়ে

মা বিনে আর এই বদনে
ফোটে নাতো হাসি,
কাছে এসে বলে না কেউ
তোকে ভালবাসি