কবিতা: মা-জননী
Admin
প্রকাশের সময় : ১০/০৪/২০২০, ৪:৩০ PM
মা-জননী
আরিফ হোসেন সবুজ, চৌদ্দগ্রাম,কুমিল্লা
ছোট্টকালে মা-জননী
গেলো কোথায় চলে,
আসবে কবে আবার ফিরে
যায়নি আমায় বলে ।
সেদিন থেকে বসে থাকি
পথটা শুধু চেয়ে,
মায়ের কথা পড়লে মনে
অশ্রু পড়ে বেয়ে ।
মা বিনে আর এই বদনে
ফোটে নাতো হাসি,
কাছে এসে বলে না কেউ
তোকে ভালবাসি ।
Post Views:
93
আপনার মতামত লিখুন :