কবিতা: পড়বে খোকা


Admin প্রকাশের সময় : ০৯/০৪/২০২০, ১:১০ PM
কবিতা: পড়বে খোকা

পড়বে খোকা
আরিফ হোসেন সবুজ, চৌদ্দগ্রাম,কুমিল্লা

বই খুলে রোজ পড়বে খোকা
পড়ার সময় হলে,
সময় মতো পাঠশালাতে
যাবে সেতো চলে

দিনের পড়া পড়বে দিনে
রাখবে নাতো বাকি,
দেবে না সে ভুল করেও
লেখাপড়ায় ফাঁকি

সবার সাথে বন্ধু হয়ে
করবে চলাফেরা,
মনটাকে সে রাখবে সদা
আলো দিয়ে ঘেরা