কবিতা: পড়ো বই


Admin প্রকাশের সময় : ০৩/০৪/২০২০, ৬:০২ PM
কবিতা: পড়ো বই

পড়ো বই
হুজাইফা হোসাইন, বগুড়া

লিখতে হলে পড়বে বই
বই পড়লে জ্ঞানী হই
পড়লে বই আলোকিত হই
না পড়লে অন্ধকারে রই।
যদি পড়ো বই হবে না কভু ক্ষয়.
পড়িলে বই বাড়ে জ্ঞান
কমে না কখনো বইয়ের মান ।
আছে বই পড়ো সবাই
পড়ার কোনো শেষ নাই
বইয়ে আলো জ্ঞান থইথই
নামে বই কাজেও বই
সব কাজে আছে বইয়ের দাম।