কবিতা: ডাস্টবিনের শিশু


Admin প্রকাশের সময় : ৩১/০৩/২০২০, ৭:৫২ PM
কবিতা: ডাস্টবিনের শিশু

ডাস্টবিনের শিশু
মোঃ আব্দুল্লাহ বিন সিরাজ,রংপুর।
মাগো করে না কি??
তোর মন,
পুষ্পের তরে আকুল।
আমি যে তোর ঝরা বকুল!!
রাস্তার পাশে,
চির অসহায় বেশে,
জীবনের শেষে,
মৃত্যুক্ষণ গুনি অধির,
নাও না তুলে স্নেহময়ী কোলে !!
তুমি কি বধির??
নাই বা নিলে কোলে!!
তবে কেন ডাস্টবিনে ফেলে,
একা রেখে গেলে????
কি জবাব দিবে স্রষ্টার কাছে
মা হয়ে মিছে মিছে।।।