কবিতা: করোনা


Admin প্রকাশের সময় : ২৮/০৩/২০২০, ৪:৩৪ PM
কবিতা: করোনা
করোনা
মো.মাহিন সরকার,ঠাকুরগা
বিশ্বজুড়ে লাশের মিছিল
বাইরে যাওয়া বারন,
এতো মানুষের প্রাণহানিতে
একটি ভাইরাস-ই কারণ।
বাইরে গেলে মাস্ক পরে নাও
 বাসায় ফিরেই ধও হাত,
তোমার সচেতনতাই পারে
 থামাতে শোকের রাত।
তুমি বাঁচো সেও বাঁচুক
ঘরেই থাকতে হবে,
একবার করোনা দেশে হানলে
 আঘাত মরবে মানুষ সবে।