কবিতা: স্বাধীনতা


Admin প্রকাশের সময় : ২৬/০৩/২০২০, ৪:৩১ PM
কবিতা: স্বাধীনতা

স্বাধীনতা
মো.মাহিন সরকার, ঠাকুরগা

এদেশে বিনা দোষে প্রাণ চলে যায় অজস্র যুবকের।
 এদেশে দিনের আলোয় ধর্ষিত হয় নারী।
 এদেশে ময়লার মতো ডাস্টবিনে পড়ে থাকে নিষ্পাপ শিশু
 এদেশে মুখোশ পরে রাজনীতি চালায় বহু লম্পট নেতা।
 এদেশের মানুষ ভুলে যায় তার প্রিয় স্বাধীনতার কথা,
 ভুলে যায় রক্তবৎ সেই সব ইতিহাস গুলো।
 অকারণে প্রাণ দেওয়া মানে স্বাধীনতা নয়
 দিনের আলোয় ধর্ষণ মানে স্বাধীনতা নয়,
 ডাস্টবিনে নিষ্পাপ শিশু পড়ে থাকা মানে স্বাধীনতা নয়
 লম্পট নেতার বাহাদুরি মানে স্বাধীনতা নয়
 এ সবই স্বাধীন দেশের এক একটা ত্রপা।
 দেশে স্বাধীনতা এসেছে আসেনি শুধু
 স্বাধীন ভাবে বাঁচার স্বাধীনতা ।
 এদেশের মাটি হারাক সেই সব শকুনের দল,
 দিনের আলোয় পুতুল ধর্ষণ করতে ,
পথের ধারে মানুষ মারতে যাদের বুক কেঁপে ওঠে না।
 ঘুন, ধর্ষণ, দূর্নীতি শব্দগুলো ভুলে যাক এ দেশ,
ভুলে যায় অসাধু সকল মানুষগুলো,
 এদেশে মুক্ত বিহগের নিরাপত্তা পায় মানুষের
 প্রতিটি নিঃশ্বাস প্রতিটি বিশ্বাস।
 তবেই প্রকৃত স্বাধীনতা পাবে এদেশের স্বাধীনতা।