কবিতা: শ্রেষ্ঠ শ্রেণি
Admin
প্রকাশের সময় : ২৬/০৩/২০২০, ২:৫০ PM
“শ্রেষ্ঠ শ্রেণি”
টি.এম মুস্তাক শাহরিয়ার শুভ,সিরাজগঞ্জ:
চারিদিকে আজ লাশের মিছিল
মনে সবার প্রাণ হারানোর ভয়,
কিন্তু একটি শ্রেণির সে খেয়াল নেই
তাঁরা সকল ভয় কে করেছে জয়।
নিজের জীবন সঁপেছে তাঁরা
অন্যের জীবনের তরে,
ব্যাকুল হয়ে দিনরাত শুধু
পরের জীবন বাঁচাতেই লড়ে।
সেবায় কাটায় নির্ঘুম প্রহর
সঙ্গীশুধু চিন্তা ও ক্লান্তি,
সেবাদান তাঁদের একমাত্র ব্রত
সেবাদানেই খোঁজে শান্তি।
প্রতিদানে কী দেওয়ার আছে মোদের??
তাঁদের ত্যাগের সমান কিছু নাই,
তারপরও চিরকৃতজ্ঞ হয়ে
সম্মান এবং ভালোবাসা দিয়ে যাই।
সব কিছু আজ বলি দিয়েছো ভাই
সকল ইচ্ছা,শখ,আবদার
স্যালুট তোমাদের ‘শ্রেষ্ঠ শ্রেণি’
স্বাস্থ্যকর্মী,নার্স,ডাক্তার।
Post Views:
96
আপনার মতামত লিখুন :