কবিতা: ওরা চেয়েছিল


Admin প্রকাশের সময় : ২৬/০৩/২০২০, ২:১৬ PM
কবিতা: ওরা চেয়েছিল

ওরা চেয়েছিল
  –মোঃ আব্দুল্লাহ বিন সিরাজ, রংপুর
ওরা চেয়েছিল
মায়ের ভাষা কেঁড়ে নিতে
ওরা চেয়েছিল
বাংলার কৃষকের রক্ত চুষে খেতে
ওরা চেয়েছিল
সোনার বাংলার
সোনার খণি উপড়ে নিতে
ওরা চেয়েছিল
বাংলার লাখো মানুষের
মেরুদন্ড ভেঙে দিতে
ওরা চেয়েছিল
এই বাংলার ক্ষমতা
খুজেছিলো বাঙালির অক্ষমতা
কিন্তু ওরা জানেনা
বাঙালিরা জালিমদের কসুড় করেনা।
ওরা ভেবেছিলো
বাঙালি অনার্যজাতি, ভীতু,দুর্বল
তবুও হাতে নিয়েছিল ট্যাংক আর গাণ
চেয়েছিল প্রতিরোধ রুখতে
কিন্তু ১৯৭১ সনে
মাত্র একটি আহবানে
উঠেছিলো কবিতার হাতে রাইফেল-কামান
অবশেষে ওদের রক্তাক্ত হাত
বাঙালি দুমড়ে মুচড়ে দিয়ে
বিজয় এনেছিল ছিনিয়ে
এনেছিল স্বপ্নের স্বাধীনতা।