কবিতাঃ আমাদের মা
Admin
প্রকাশের সময় : ২৩/০৩/২০২০, ১১:৩৫ PM
আমাদের মা
___মো.মাহিন সরকার,ঠাকুরগাঁ
আমাদের কাপড় কিনে দিয়ে
ছেঁড়া শাড়িতেই তার সুখ পড়ে থাকে
কোথায় আছি?
সময়মতো খেয়েছি কিনা?
বাইরে সাবধানে আছি কিনা?
এসব চিন্তায় তিনি সংবিগ্ন থাকেন।
আমাদের জ্বর হয়েছে বলে
সারারাত মাথায় জলপট্টি
দিতেও তার বিরক্তি নেই।
আমরা ঠিকমত ঘুমিয়েছি কিনা
এ চিন্তায় তারও ঘুম হয়না।
এই মানুষটি কে জানো?
এই মানুষটিই আমাদের মা।
Post Views:
141
আপনার মতামত লিখুন :