ভয় করো না মাগো তুমি,
কিসের এতো ভয়?
পাক-হানাদের করবো মোরা,
দারুণ অবক্ষয়।
অস্র হাতে দাও তুলে মা!
অভয় যোগাও মনে,
তুমার ছেলে যুদ্ধে যাবে
দুঃসাহসীর প্রাণে।
কোন ললাটে?কোন পেশিতে?
আসলো নিতে কাড়ি!
তারা কি-মা জানে না-কো?
লড়তে মোরা পারি!
দেশ বাঁচাতে প্রাণ দেবো মা!
ছাড়বো না-কো মাটি,
ভেঙে দিবো শত্রুসেনার
সকল সঙ্গীন ঘাটি।
দোয়া করো মাগো তুমি
মুখ করো না ভার,
বিশ্ববাসী দেখবে এবার
পাক-হানাদের হার।
আপনার মতামত লিখুন :