ছড়া: স্বপ্নের সিংহাসন


Admin প্রকাশের সময় : ১২/০২/২০২০, ১০:৫৫ PM
ছড়া: স্বপ্নের সিংহাসন

স্বপ্নের সিংহাসন

ছাদির হুসাইন ছাদি
দিরাই,সুনামগঞ্জ।
আমার বাড়ি স্বপ্নপুরে
স্বপ্নে আছি বেশ,
স্বপ্ন ডানায় উড়ে-উড়ে
ভ্রমণ করি দেশ।
স্বপ্নে খুঁজি চলার পুঁজি
স্বপ্নে ডাকি সুখ,
স্বপ্নে থেকেই নিত্য আমি
জুড়াই পুড়া বুক।
স্বপ্ন আমার সোনার হরিণ
স্বপ্ন আমার আশা,
স্বপ্ন রঙে রঙিন আমি
রঙিন ভালোবাসা।
স্বপ্ন যুগের যাত্রী আমি
নেত্রী আমার মন,
মনের শক্তি দিয়ে সাজাই
স্বপ্নের সিংহাসন।